কবিতা : শ্যামলকান্তি দাশ

 





শ্যামলকান্তি দাশ


লিখিনি



কোথাও লিখিনি তাকে একলাইন, কোথায়-বা
লিখি
যত সব কৃত্রিমতা, শয়তানি, নির্লজ্জ ভাঁড়ামি,
সাদা পৃষ্ঠা--সেখানেও ফাঁক নেই, পূর্ণ বেয়াদপি,
বইয়ের অক্ষরগুলি কুণ্ডলী পাকিয়ে
গেছে--কীভাবে লিখব,
এইসব হা-হুতাশ মনে স্থায়ী চিহ্ন রেখে যায়।
তার চেয়ে না লিখলেই ভালো হয়, লিখব না
একটিও লাইন,
বরং মনের কথা মনে থাক, ততদিনে পাল্টে যাবে
                                                      লেখার ধরন,
খাতা, বই, লেখাপড়া, শব্দরাজি, কলমসমূহ--
এসবে এখন কোনো লিপ্তি নেই, ব্যর্থ লেখালেখি,
কোথাও লিখিনি তাকে একফোঁটা,
                                 সৎভাবে লিখব না কোথাও।
----------------------
০৮| ০৯|