মৌ দাশগুপ্ত
শেখা
-------
সবাই কিছু শেখাতে চায় আমায়...
আমার কাছে জ্ঞানের ঝুড়ি নামায় -
ঘুঘুটি বলে, শান্ত থাক' ঘুরিয়ে দেখ' ঘাড়।
টুনটুনিতে টুনটুনাল' - গাছের পাতা ছাড়্ ,
উড়ে গেলেও দেখবি ঠিক দুলতে থাকে পাতা -
সেই দেখাটি দেখতে পেয়ে বন্ধ করি খাতা ,
উড়াল দিই , কে-জানে কেউ দেখতে পাবে নাকি -
ভাববে কোন্ অন্য গাছে উড়েই গেছে পাখি ...
ছাতার এল' - সাতভাতারে - ঝগড়া কর' - শেখ' -
রোঁয়া ফোলাও - বকুনি দাও - সক্কলকে দেখ' -
ভাব করতে দেরি হবে না রাগটি হ'লে আগে ,
রাগ-রাঙানো রোষ-কষানো চোখে যে-প্রেম জাগে
সে-প্রেম দেখে ভালবাসায় যেই না দেব ডুব
আকাশ জুড়ে ছড়িয়ে ডানা চিল নামছে - চুপ -
যে-প্রেম আছে বাইরে আর ভেতর-বুঁদো যেটি
মেলাও মেল' , ছাড়াও ছাড়' , এটাও নয় - 'নেতি' -
প্রভুতম-যে, প্রিয়তম-যে বলছে, এহ বাহ্য ,
ছাড়তে শিখে দেখতে পাবে জগৎ করগ্রাহ্য ।
লাল-পাতা আর পাখসাট
------------------------------------
চারিদিক চুপচাপ ঘনঘোর ভোর...
আলো কম, হাওয়া কম, মন কমজোর...
ঘাড় গুঁজে ঘুঘু ডাকে, 'ঘুমুলি ঘুঘুনী?'
ঘুঘুনী সে দানা খোঁটে, 'জবাব দুবুনি'...
কাঠঠোকরার জোড়া বাহারি দর্শন -
মন-মরা বসে আছে তারা দুইজন !
'বুলবুলি চিরকেলে চুলবুলি তুই,
তোরও কেন মুখ ভার?' একথা শুধুই...
সকলেই আছে দেখি তবু কেউ নেই -
কেউ নেই দেখে ডুব দিই আমাতেই -
এ-গাছে ও-গাছে দেখি লাল-পাতা কচি
আঙুল উঁচিয়ে বলে, 'আমরা থাকছি' -
সাতরঙা রামধনু লাল রং পেল...
কমলা রঙের ঠোঁট শালিকটি এল,
হাসি হাসি মুখ তার, চরণ হলুদ -
সবুজ ঘাসের মাঠে আপ-মনা বুঁদ।
পথ-ভোলা মাছরাঙা - আসমানী-পাখা -
দেখে' মেঘ-আকাশের কোণে নীল - ফাঁকা -
গাঢ় নীল বেগুনীতে যেখানে মেলায়
সেইখানে ডানা মেলে রাজা চিল যায়...
রামধনু রামধুনে তুলি আমি সুর -
'বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহু দূর'
মাছরাঙা মাছ খোঁজে - আকাশের মীন -
পাখসাট মারে, হয় আকাশে উড্ডীন ...
চমৎকার
উত্তরমুছুন