কবিতা : শীলা বিশ্বাস

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 


 



শীলা বিশ্বাস


রাতের সাইরেন

                            

ঘুমের মধ্যেই অলীক সুরে

কানাভাঙা জলের জাহাজ এসে সাইরেন বাজায়

 

ঠান্ডা ভেঙে নিচ্ছে অসচেতন জিহবায়

লন্ঠন জ্বেলে দেয় পাথর বিবাহে

ক্ষুদ ও জল লেখে আনখশির

 

নিরাকারে চলতে চলতে থামা

ছুঁয়ে যাচ্ছে অচঞ্চল মন

পালঙ্ক নির্ভার ধনুকস্বপ্নে

 

সাঁতার প্রবণতায় গার্হস্থ্য

বিস্তারের বারান্দায় দাঁড়িয়ে  থাকা  আলো

রাতেই বড় চেনা

 

স্টিয়ারিং হারানো গতিপথ

শরীরময় ক্ষত পাতা ঝরার

শব্দঝড় থেমে গেলে একলার চললিপি

নির্মাণ করে পাড়ের দেবী ভাস্কর্য

 

 

ফাতনায় কতটুকু চার ছিল জানি না

শুধু মাছেরা ঢেউ তুলে আকাশে চুমু ছুঁড়ে দেয়

উড়ন্ত বুদ্বুদে ঢেকে যায় তারা

 

দু এক চামচ বিষাদ গুলে

মাটির আস্তানায় ফিরে আসে রাত