রিতা মিত্র
শুকনো পাতা
-------------------
শুকনো পাতার হৃদয়ে দোলা লাগলে বুঝে নিতে হয়,
বসন্ত এসে গেছে।
বিষণ্ণতার বক উড়ে গেলে, তুমিও মুছে ফেল সব
অভিমান।
নিঝুম ঘুমের ভিতর সুরেলা বাঁশির সুর তুলতে
পারে একটা গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি।
অন্ধকার যাপনের পথে দীপশিখা হয়ে উঠতে পারে
একটি মধুর স্পর্শ।
ধুয়ে মুছে সাফ করো বুক পকেটের যন্ত্রণা,
প্রতিটি সকাল এক রকম আলো নিয়ে আসে না
মুঠো থেকে উড়ে যায় সময়ের পাখি।
রসাতল
-----------
একটা সুন্দর কবিতার লাইন মগজে ঘুরছিল এতক্ষণ
হঠাৎ করেই উবে গেল কর্পূরের মতো।
সমস্যা সহজ সমাধান না পেলে আঙুল বাঁকাতে হয় শিখেছি।
বাঁকা পথে সোজা হয়ে হাঁটার চেষ্টা করি
তবুও কিছু কিছু মতিভ্রম পিছু টানে
কান পেতে শুনি লোকে বলে 'এসব অনুচিত কাজ'
ঠিক- বেঠিকের মাপকাঠি কোন দোকানে পাওয়া যায় জিজ্ঞাসা করতেই
'এই মেয়েমানুষ রসাতলে যাবে'
আকাশ বাতাস মুখরিত হয়।
শুকনো পাতা
-------------------
শুকনো পাতার হৃদয়ে দোলা লাগলে বুঝে নিতে হয়,
বসন্ত এসে গেছে।
বিষণ্ণতার বক উড়ে গেলে, তুমিও মুছে ফেল সব
অভিমান।
নিঝুম ঘুমের ভিতর সুরেলা বাঁশির সুর তুলতে
পারে একটা গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি।
অন্ধকার যাপনের পথে দীপশিখা হয়ে উঠতে পারে
একটি মধুর স্পর্শ।
ধুয়ে মুছে সাফ করো বুক পকেটের যন্ত্রণা,
প্রতিটি সকাল এক রকম আলো নিয়ে আসে না
মুঠো থেকে উড়ে যায় সময়ের পাখি।
রসাতল
-----------
একটা সুন্দর কবিতার লাইন মগজে ঘুরছিল এতক্ষণ
হঠাৎ করেই উবে গেল কর্পূরের মতো।
সমস্যা সহজ সমাধান না পেলে আঙুল বাঁকাতে হয় শিখেছি।
বাঁকা পথে সোজা হয়ে হাঁটার চেষ্টা করি
তবুও কিছু কিছু মতিভ্রম পিছু টানে
কান পেতে শুনি লোকে বলে 'এসব অনুচিত কাজ'
ঠিক- বেঠিকের মাপকাঠি কোন দোকানে পাওয়া যায় জিজ্ঞাসা করতেই
'এই মেয়েমানুষ রসাতলে যাবে'
আকাশ বাতাস মুখরিত হয়।
খুব ভালো।
উত্তরমুছুন