সময়
-------
কালীকৃষ্ণ গুহ
--------------------
যে আমগাছটিতে এবছর মুকুল
আসেনি
সেই গাছটি নতুন পাতায় ভরে গেছে।
প্রথমে দুঃখ পেয়েছিলাম
এখন আনন্দ হয়।
এখন সারাদিন তাকিয়ে তাকিয়ে দেখি।
জীবন থেকে কথা বলার সময় চলে গেছে -
এখন চুপ করে থাকার সময়
এখন তাকিয়ে থাকার সময়
তাকিয়ে থাকি
কচি আমপাতাগুলি মনে হয়
জীবনের সঙ্গে মিশে যাচ্ছে
মনে হয় আবার ভালো হয়ে উঠব...
___


কবি কালীকৃষ্ণ গুহের কবিতা বরাবরই ভাল লাগে। খুব সহজ আর প্রাঞ্জল ভাষায় অন্তর্নিহিত বার্তাটি পাঠকের সম্মুখে তুলে ধরেন। খুব ভাল কবিতা। অশেষ ধন্যবাদ।
উত্তরমুছুননিরাময়ের কবিতা। যথার্থই।
উত্তরমুছুনভালো থাকুন অগ্রজ কবি।
এবং এইভাবে
সময়ের নিরঙ্কুশ নিরাময়ে
আমাদেরও ভালো রাখুন।