গুচ্ছ কবিতা : দীপঙ্কর সরকার

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






দীপঙ্কর সরকার


জ্যামিতিক   

প্রবাদের শেষ বিন্দু ছুঁয়ে সরলরেখা বরাবর একটা
লম্ব এঁকে দিলাম , ত্রিভুজ রঙের আলো ছিটকে 
পড়ল সারা আকাশময় । নিউটনের তৃতীয় সূত্র হারাল
তার গতি , মাধ্যাকর্ষণে ছেদ পড়ল যেন ব্যাসার্ধৈর
বুকে , আয়তক্ষেত্রের ছায়া সটান  মহাশূন্যে মিশে
গেল এমনি এমনি আর একটা বর্গক্ষেত্র আঁকতে
আমার আলোকবর্ষ কেটে গেল ।


ঘূণপোকা  

মাথার ভেতর অজস্র ঘূণপোকা নিয়ে হেঁটে যাচ্ছে
দুপুর , একটা বেড়াল রাস্তা পার হয় উদাসী ভাব
চোখে । একটা বেজী খাদ্য খোঁজে ইতিউতি চায়
নীরব অভিমানে -- কাঠবিড়ালি লেজ গুটিয়ে ওঠে
গাছের ডালে । চোখে মুখে স্পষ্ট ছাপ ভয়ের রামচন্দ্র
নেই তো আজ অভয় দেবে তাকে , সেই যে গেছে
সীতার খোঁজে আর ফেরেনি সীতারা আজও লুকিয়ে
চোখের জল ফেলে মাথার ভেতর ঘূণপোকা তার
ঘুঙুর হয়ে বাজে ।