গুচ্ছ কবিতা : সন্দীপ মুখোপাধ্যায়

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





সন্দীপ মুখোপাধ্যায়
---------------------------


আবার মৃত্যুর দিকে
--------------------------

স্তব্ধতার দিকে এই দিনটাকে তুলে রাখি।
আজ শুধু চুপপাথর--
আর কিছুক্ষণ পরে শকটের প্রবল লাঞ্ছনা--
এ-মৃত্যুর দিকে এই অবকাশ।



পুরাতনী
-----------

ঘুম বুনেছে কথকতার ঈষৎ  পূর্বাভাস
টাল খেয়ে যায় মধ্যরাতের স্বেদহারানো হাওয়া,
নিশীথিনীর ফুরিয়ে  যাওয়া একটি অপভাষায়
আচমকা তার কারুণ্যহীন স্বপ্ন টুকু পাওয়া।



মৃত্যু, মৃত্যুর
---------------

মৃত্যু   বাঁকানো আর কথাটিতে নিরুৎসাহ নেই।
মৃত্যু -পরবর্তী  গ্রাস-- অপর্যাপ্ত  স্নানে
একবারই জেগে উঠল  শীর্ণ দিঘি - দুরের প্রহর।