গুচ্ছ কবিতা : গৌতম হাজরা

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






গৌতম হাজরা


প্রবল বৃষ্টির পরে

প্রবল বৃষ্টির পরে যখন তোমাদের কথা মনে পড়ে
তখন আমি তিন টুকরো হই এই মহাদেশে। 
জেনে যাই সমস্তই দুঃখজনক, মৃত এই আহত স্বদেশে। 

যখন বজ্র বিদ্যুতে ঝনঝন করে ওঠে চারিদিক
তখন দেখে নিই আমাদের স্মৃতি সত্তা আর ভবিষ্যৎ 
ভাবি, হা ঈশ্বর ! বিশ্বাস জাগে না কেন? 
বস্তুধর্মে তবে কি আমাদের রয়ে গেছে ক্ষয়? 

প্রবল বৃষ্টির পরে যখন আবার জেগে ওঠে ভূমি
জানি, সত্যের হবে নাকো লয়, 
থেমে যাবার পরে নেমে আসবে ঠিকই
আমাদের নতুন সময়। 

বলছি না

কিছুই বলার নেই , তাই বলছি না। 
আজ কলাকুশলীরা সব ফিরে গেছে ঘরে
ফিরে গেছে সংক্রান্তি, আকাশের নীলে
ফিরে গেছে আর সব কিন্নরদল। 

আমার হাওয়ার পালে, মেঘেরা ভেসে যায়। 
দেখছি, অবাক চোখে কতখানি ঢল
নেমেছে শরীরের ওই নীরস প্রান্তরে, 
পথে পথে ইতিউতি মানুষের দল। 

কিছুই বলার নেই, নদী ছলছলে
পাঠালেও প্ররোচনা, বলবোনা কিছু
মনের মধ্যে এখন খেলা করে শুধু
অবিকল  ঘন  এক স্নিগ্ধ বনাঞ্চল! 

আবছা কুয়াশা পথে

আবছা কুয়াশা পথে আরশির ভেতর থেকে
প্রত্ন জেগে ওঠে
তখন শীতের আবেশে দেখি সমাধির আলো
ঘোড়ার ক্ষুরের দাগ, দাঁড়ানো বিকেল
 শিরীষ গাছের ডালে জড়ানো নিশান
এখন সেলাইকলে কারা যেন সুতো টানে খুব
এখন ঘুমন্ত শিশুর পাশে  হাই তোলে খলিফার ভাষা
খেলনা পিস্তল ছুঁয়ে হাত দুটো নড়ে ওঠে শুধু
পাশ ফিরে শুয়ে থাকে স্মৃতির সময়! 
*****