কবিতা : মৌ দাশগুপ্ত

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





মানুষী মানুষ-ই
---------------------



                        মৌ দাশগুপ্ত
                        -----------------

আমাদের আম গাছে বোল থেকে কুষি
পড়শির আম গাছে লাল পাতা খুশি
কারো আগে কারো পরে ওড়ে  তো ফানুসই
নাহলে সে যা-ই হোক হবে না মানুষী

মানুষীতে খুঁজো না গো মানুষের লিঙ্গ
মানুষী যে মানবতা বোঝেনা যে শৃঙ্গ-
উঁচু তার চার পায়ে শুধু ওড়ে ভৃঙ্গ
মধু ছেড়ে চমকিয়ে -- ফুল নাকি তৃণ গো --

ফুল ভালো তৃণ ভালো আরো ভালো মধু
ধীরে ধীরে যদি তা পান করো বঁধু
নিম-মধু পান ক'রে খোলে জোড়া পাখা
অপরূপ প্রজাপতি মধু-জ্ঞান-মাখা

ওড়বার ক্ষমতাটি যায় বা যদিও
সে যে দ্যাখে ক্ষতি নেই ওড়ে তার প্রিয়
সে-ওড়াতে ওড়া তার এটুকু জানিও
নিম-মধু তেতো হোক তবু তাকে দিও

প্রতিদিন পরমাদ পরম সোয়াদ
ডুবে থাকি নিশিদিন কাজ যায় বাদ
ডুবে ডুবে জল নয়, মধু আমি খাই
মধু খেয়ে বেহুঁশের সঙ্গে পালাই...
-----------