ছড়া : চন্দ্রদীপা সেনশর্মা

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




দস্যি
-------

              চন্দ্রদীপা সেনশর্মা
              ------------------------

হরেক কিসিম তিড়িংবিড়িং,
চলতে ফিরতে ইকিরমিকির।

ঝপাং ঝপাং চারদিকে কান
দস্যিপনা তার বুঝি ভান!

আকুড় পাকুড় নিছক দুপুর
দস্যি কথার ফুলঝুরি সুর

ফুটছে যেন চিকিমিকি
পাখির বাসার কিচিরমিচির

তার যে দুটো গোপন ডানা,
সে কি তবে পাখির স্বজন?

তাই বুঝি সে পাখির ছলে
নীড়ের খোঁজে দাদুর কোলে!

আকাশ জুড়ে ঘুমের তালুক
দস্যি এখন গল্পে ভুলুক!
----------
৫ ফেব্রুয়ারি, ২০২১, রাত ১২.৪৫