কবিতা : রাখী সরদার

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




রাখী সরদার


পরানকথার নদী



প্রিয়তমর নামে
যখন পুড়ছে মন প্রাণ
কোন্ নদীর সুধায়
আমাকে ভিজিয়ে দিলে !

এত স্বপ্ন দেখি কেন ! বনমালী
এসেছে বোধহয় রূপকুম্ভ  নদীপারে।
কে আছো জ্বালাও শিখা,
আমি বিরহের ঠোঁট চুমি
চলে যাব তার কাছে ,
ভালোবেসে যে ছেলেটি বসে আছে
ক্রান্তিকাল  যমুনার ঘাটে
প্রিয়া তার সতত হারায়
বহমান জীবনের স্রোতে ...

তার পরিশ্রান্ত মুখ মুছে দেব
হৃদয়ের ধারাজলে

কার অভাবে সে কাঁদে!
আমি কি পারবো না হতে
বিগলিত চাঁদ-চন্দ্রাবলী?

এসো বন্ধু প্রেমিক স্বভাবে,
হাওয়ায় হাওয়ায়
ব‍্যথাতুর ঠোঁট কাঁপে...
যা তোমার কান্না, সে আমার ই  বুকের হাহাকার ...
নির্জনে বয়ে যাওয়া পরানকথার  নদী।
                      ----*----