গুচ্ছ কবিতা : কার্তিক ঢক্

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






কার্তিক ঢক্


।। অসহায় পাখনা।। 


ডিপ্রেশনে সাঁতার কাটছে অসহায় মাছ।
জলজ শ্যাওলা ঠেলতে ঠেলতে 
ক্রমশ ভারী হচ্ছে পাখনা--
তবে কি...

গভীর থেকে গভীরতর জল--
তোমার শরীরী শোভায়
মুগ্ধ হয়ে ফুটে আছে চোখের পদ্মফুল! 

চিল-ডানা সঞ্চালনে সঙ্কুচিত হচ্ছে আকাশ
আসলে আকাশ মানে, ধূ ধূ শূন্যতার কিংডোম ! 

ধোঁয়ার দুরত্ব মুছে
চন্দ্রমুখী ঠোঁটের আভায় 
একটু বিসমিল্লাহ বাজাও
আমি একটি দীর্ঘ কবিতা লিখে যাবো... 


।। লাল লিটমাস নীল হোক।। 


জানালা খোলাই থাকে-
না বলে মৌরিফুল বাতাস আসে
আলোর কিতকিত দেখি গারদের চৌকাঠে 
মরিচ-অন্ধকার আসে বুকের বোতাম খুলে
রাতজাগা চোঁয়া ঢেকুরের ভাসমান বুদবুদ... 

হাওয়া আজ ঘন নীল ট্রাউজার পরেছে
রুম-ফ্রেশনারের গন্ধে ম্-ম্ ঘর
বেডকভারের গোলাপ গুলো বড়ো  জীবন্ত হয়ে উঠেছে 
পরাবাস্তব স্বপ্নগুলি ধূলোর মতো ভেঙে যাক

লাল লিটমাস জামা বদলাক  --
তুমি একটু আমার সঙ্গে শোবে

.