শীর্ষেন্দু পাল
অলক্ষ্যে কেঁদোনা
এভাবে অলক্ষ্যে কেঁদোনা
পাথরও আহত হয় অবিরাম অশ্রুপতনে
মুখ তুলে হরিণেরা চায় দু'একবার
জ্যোৎস্না গড়িয়ে আসে লবণের দিকে
ত্রস্ত পায়ে ছায়া সরে সরে গেলে
সবুজ নেমে আসে আবক্ষ জলে।
এভাবে অলক্ষ্যে কেঁদোনা
পায়ে পায়ে লতা শিকলের দাগ
পাতার চাঁদোয়া সরে সরে গেলে
আজও চন্দ্রাহত হয় কেউ
ধারালো নরম জল খুঁজে খুঁজে পড়ে
দ্যাখে ক্ষতর পাশেই আছে নির্জন হাত।
-------------------------------------------------
ঋণ
এইসব অনুপম রোদের কাছে কিছু চাওয়ার নেই
শুধু একটা বেহালার ছড়
একটানা
ঘুরে ঘুরে নাগরদোলার পাক...
সেসব অজস্র শব্দের ভিড় থেকে বেরিয়ে
নাভিকুণ্ডের অন্ধকারে যাই, বুঝতে পারি
বিমূর্ত ধ্বনির কাছে এক আলোজন্মের ঋণ রয়ে গেছে।
------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন