কবিতা : অমৃতা সেনগুপ্ত

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





চিহ্ন
------

                অমৃতা সেনগুপ্ত
      
          ----------------------

সিঁদুর রং পালটালে, আমি পরতাম।
রেগে গেলে হবে কালো, আনন্দে সবুজ,
ঘুম পেলে সাদা, আর বিরক্তিতে লাল।
আমার কপালের চূড়ায় যাকে রাখব,
তার তো একটা দায়িত্ব আছে নাকি?
মনের কথা যদি নাই পারে বোঝাতে
তার তবে কৌটোয় থাকাই সাজে।

সিঁদুর যদি ভালোবাসা বোঝাতো, আমি পরতাম।
পাশের বাড়ির ইলা, রোজ কাঁদে;
মনের মানুষ পায়নি এই জন্মে।
তবুও ওর সিঁদুর এর রং লাল,
এইখানেতেই আমার যত নালিশ।
আমার আর ওর একই রং, কেন?
ওর হালকা, আমার লাল গাঢ়
যদি হতো, আমি সিঁদুর পরতাম...
নাকি, মনের মানুষ ধারণাটাই ভুল!