কবিতা : উজ্জ্বল ঘোষ

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 







উজ্জ্বল ঘোষ


।।   চৌরাসিয়া  ।।

সূর্যের খুরে মোরামের ধুলো উড়ছে আকাশপথে। 
ওদিকে আড়াল থেকে আহত কুকুরের সুর তুলে ডাকছে চাঁদ। 
সে এক দুর্বোধ্য দামোদর! তারই উদাসীন ধারার 
একপাশে একটি নৌকোর গলুইয়ের কাছে বসেছি পা ঝুলিয়ে। 
মহুয়া ফলের গন্ধ আসছে হাওয়ায়। দূরে গাঢ় বৃক্ষের শাখায় মিশে গেছে আজানের সুর।
 মিশে যাচ্ছে অতিক্রান্ত পথ। মুখ নামানো তোমার। চোখের ভেতর নক্ষত্র জ্বলছে অসংখ্য। 
আকাশে সেগুলোই ফুটছে একটা একটা করে। সে এক তারা-খসা দামোদর! 
তারই খেই-গোড়াহীন ধারায় চৌরাসিয়া বাজাচ্ছে গাঁয়ের সেই বাঁশি। 
আমাদেরও গান বাজছে বাঁশির ঠোঁটে... গভীর রাতে একাকী দামোদরের দুঃখস্রোতের ভেতর নিবিড় শুশ্রূষায় লেজ নেড়েছিল চৈত্রপূর্ণিমার চাঁদ।