কবিতা : অভিজিৎ দাসকর্মকার

সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 








অভিজিৎ দাসকর্মকার


# সমানুপাতিক সম্পর্ক


শ্বসনের বিজারিত চাঁদে লুব্ধকের বাতি,বাতিঘরের চাল-চুলোর 
পিঠে জোনাকির রসালো আলো, আজকাল
বাচ্চাগুলো কান্না হয়ে বলে~আপন মনে ফুল তোলে~ধুলো খেলা 
করে, আর
পলাশ ফুলটি মধ্যাহ্ন ভর্তি পেটে ভাতঘুম হয়ে গজগজ কোরে 
কালির আঁচড় টানে, কাগজের সাথে সমানুপাতিক সম্পর্ক তৈরি 
করে,অথচ 
পাখিরা পাখিদের ইশারা করে,এবং
ঝিরিঝিরি দেওয়াল লিখনে ভিজতে চায় শব্দের দধীচি,আর 
তারই খোবলানো পাঁজরের ফাঁকে উঁকি দেয় জিওলমাছের 
ব্যাসবাক্য,
বাচ্চাগুলো বড় হয়ে যায় এবং লাউডগাগুলো কেমনভাবে যুবতী 
হয়ে ওঠে,তা
দাঁতের দৃশ্য দেখলেই বোঝা যায়
বাচ্চাগুলো বড্ড ট্রেসফুল হয়ে পড়েছে~ভার্চুয়াল /অনলাইন হয়ে 
পড়েছে~ঋ-কার পরিবর্তন করেছে,আর তোমার
নীল শাড়ির বোধনকুচিতে অসংখ্য শ্লীলতাহীন বর্ণমালা_গুনগুন 
করে মন ভ্রমরা যে ওই, তুমি দেখতে চাইছো না
এই গানের পরে নবনাইজড্ Pollination কি কি ভাব নিয়ে চলে 
শরীর থেকে ছায়া হয়ে____

২৯ মার্চ,২০ সকাল ১১:৪৫