কবিতা : মৌসুমী চৌধুরী

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 








মৌসুমী চৌধুরী 


রি ও প্রেম

শব্দগুলো থেকে বেরিয়ে আসে ধারালো ছুরি
অথচ আশ্চর্য! কোথাও এতটুকু রক্তপাত নেই!

নিরাসক্ত আমি ছুরির ডগায় পেতে দিই বুক,
ছুরির চোখে চোখ রেখে, কোমড়ে হাত দিয়ে
বেপরোয়া দাঁড়ায় আমার প্রেম !
বুক জুড়ে আমার খেলা করে মায়াবী আলো —
শান্ত নদী, সবুজ ধানী জমি, 
উড়ে যাওয়া বকের ঝাঁক— 
শব্দের আদুরে নকশিকাঁথা,
হলুদ জোছনার তোড়ে ভেসে যায় লকলকে ছুরি!
তখুনি জল-সংলাপে কোল পেতে দেয় নদীটি,
শব্দবন্ধ থেকে ধুয়ে দেয় বিষ! 

একান্ত পুজোর ঘরে আমি জ্বেলে রাখি দীপ
ইথার তরঙ্গে ভাসিয়ে দিই মঙ্গলকামনা।