কবিতা : শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায় 


আজ কিছুতেই যায় না ...


মনের ভার  কিছুটা তার
          জলে দিলাম সই,
আয়না জল নীলাভ হল 

তোমরা তাকে দেখলে বলো, 
'আকাশ আজ আপন মনে 
মুখ দেখছে ওই'।

মনের ভার যা কিছু আছে
কিছুটা তার জলের কাছে 
কিছুটা দিই বাতাসে আর 
কেতকী ফুলে বারংবার,
দীর্ঘশ্বাসে বাতাস তার 
অহেতু ভারী হলে,
তোমরা বলো,'শঙ্খ লাগে 
নদীর চরে চন্দ্রালোকে 
মাতাল কেয়াবনে'।

মনের ভার কিছুটা তার 
রোদ নিয়েছে টেনে,
 বিষণ্ণতা দুপুর জুড়ে 
রেশম সুতোয় সূচের কোণে
নকশি কাঁথা বোনে।
এক দু ফোঁটা রক্ত তার 
ছড়িয়ে যায় 
আকাশে আর 
বেদনা রঙ গোধূলি বেলা নামে।

আকাশে ঢেলে মনের ভার 
সই যখনই ফিরছি আর 
মেঘ তখনই দিচ্ছে পিছু ডেকে
আবার সেই থমকে থাকা 
চোখের কোণে বাষ্পরেখা 
বৃষ্টি সে তো নদীর পথ চেনে।

নদীর নিচে ব্যথার নীলা 
আলাপ সেরে আবার ফেরে সমে।