কবিতা : দেবব্রত রায়

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






দেবব্রত রায় 


সংযম  

প্রথম দ্বিতীয় এবং চূড়ান্ত
শর্তটি-ই হলো সংযম , 
সংযম এবং সংযম
বোধিবৃক্ষের মগডালে 
পৌঁছেও তুমি কোনো কালে-ই
অটুট-স্থায়িত্ব দাবি করতে পার না 
এমনকি, টিকটিকি-লেজটা
বৃহদন্ত্রের পাশে ঘুমিয়ে থাকলেও 

হাতে পাজি মঙ্গলবার
অতিশয়োক্তি হলেও, বোধের 
শীর্ষ বিন্দুতে পৌঁছে যাওয়া
ঋষি বিশ্বামিত্র থেকে বিল ক্লিন্টন
 কখনো কখনো একটি সমান্তরাল-
 রেখাতে-ই এসে দাঁড়িয়ে পড়ে
 এবং প্রমাণ হয়, তারাও 
  জং ধরা লোহা ও টিনের তরোয়াল 
 ছাড়া অন্যকিছু-ই নয়
 এমনকি, যোগ-নিদ্রাতেও
 কারো কারোর প্রত্যঙ্গে 
মধু কৈটভ গজিয়ে ওঠে
 
আজও পাথুরে মাটিতে-ই
 জল ঢালছি অনবরত  
 একটি বোধিসত্ত্ব মিসিং-ডায়েরি
  লঞ্চ করা হয়েছে প্রশাসনিক দপ্তরে