কবিতা : বন্যা ব্যানার্জী

সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






বন্যা ব্যানার্জী


জননী


পিপারমেন্টে আড়মোড়া ভাঙে ভোর।
চড়ুইরা ঘুমে করেনি তো বিদ্রোহ।
ধোঁয়া ওঠা কাপে ছক কষে নেয় দিন
ভাঙা প্রাচিরেতে সবুজের সমারোহ।

সম্পর্করা মোবাইলে জমা হয়
ভাগ হতে হতে উঠোনটা একফালি।
গুছিয়ে নিয়েছে দিব্যি একলা সুখ
তবু মেঘে মেঘে আজ ও শরৎ এর চিঠি লেখা

চিলতে রোদেতে সাবেকি গল্প বোনা
তার ফাঁকে যত গোল্লাছুটের দল
ত্রস্ত জীবন গভীর তিমির গহনে
তবু জননী আসছে একবার ফিরে চল।।