দুটি কবিতা: রিতা মিত্র

সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





 রিতা মিত্র



মসিহা
---------

ফিরে যেতে চাই
যতটা দ্রুত সম্ভব
পরিত্রাণ তো চাইছ

হৃদয়ের উপর চাবুকের চিহ্ন
তুমি তো ছিলে

মসিহা
অমান্য করিনি তো কখনও

মেতে ছিলাম পরস্পরের আবিষ্কারে
আনন্দ উপবনে স্বপ্নের ফোয়ারা
বাতাসে  ভ্রমরের অনাবিল গুনগুন

সম্পর্কের  চূড়া ধূসর চাদরে মোড়া
মধ্যবর্তী ব্যবধানে গভীর পরিখা
পায়ের নিচে থৈ থৈ শূন্যতা।


#####################

শ্রদ্ধার ফুল
---------------

সারাটা বেলা একটা পথ বয়ে যায়
আমি সাঁতার জানি না
অবেলার মেঘের সাথে আঁচল মেলে কথা বলি
ডানা মেলা ভুলে গেছি
ডাঙায় বসে নদীকে বাঁধতে চেয়েছি
নদী নোঙর মানে না
পোড়ো মন্দিরের চাতালে শুকনো পাতাদের
চু কিতকিত খেলা
সমস্ত শরীর জুড়ে একটা দূরন্ত হরিণ ছুটে যায়
আকাশের মেঘ বলে- আয় কাগজের নৌকা ভাসাই
পায়ের শেকড়গুলো আরও বেশি সেঁধিয়ে যায়
মাটির ভেতর
বোবা চোখে অঝোর বৃষ্টি নামলে
ব্যথার কবরে শ্রদ্ধার ফুল রেখে আসি।