কবিতা : পৃথা চট্টোপাধ্যায়

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






পৃথা চট্টোপাধ্যায়


উপাসনা নদীটির পাশে



আমাকে কাঁদাও কেন প্রতিদিন এতো
উপাসনা নদীটির পাশে বসে থাকি
লোহার শলাকা এই দেহ পুড়ে যায়
ঘিরে ধরে বাসনার জাল ধিকি ধিকি
আগুন বলয়ে জড়িয়ে রেখেছি ওম

যতটুকু হেঁটেছি এ জীবনের পথ
ক্রমশই নেমে গেছি সময়ের খাদে


সে চোখে প্রশ্রয় ছিল সামুদ্রিক দিনে
আতস কাচের ঘষা ঝাপটানো মুখ
ছবিগুলো দিন দিন সরে গেছে ধীরে
ইচ্ছাপত্রে কখনো তো করিনি স্বাক্ষর
ভেসে আসে মৃদু কথা অতসী বাতাসে

এখন যেভাবে আছো সেইভাবে থাকো
ভালোবাসো এইটুকু নীরব প্রশ্রয়