কবিতা : মৃণালকান্তি দাশ

সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





মৃণালকান্তি দাশ 


পাখিরা সব জানে


ছিল না আলো অন্ধকারের শেষে,
ছিল না সুর আভোগে, আশ্লেষে,
হয়নি দেখা ইমনে, কল্যাণে-
শরীর কি তার বুঝতে পারে মানে ?

ছিল না দেশ, উধাও সীমারেখা,
এ-পথ শুধু হাওয়ার কাছে শেখা,
কান্না কবে মিলিয়ে দেবে গানে !
শোকের কথা এই পৃথিবীই জানে ।

পাখিরা সব জানে ? গাছেরা সব জানে ?