গুচ্ছ কবিতা : শান্তনু ভট্টাচার্য

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 







 শান্তনু ভট্টাচার্য 


সত‍্যের আগুন


একটা গন্ধ ঢাকতে
আরো একটা চড়া গন্ধ,
একটা মিথ্যে চাপা দিতে 
অজস্র মিথ্যে গল্প।

অথচ সত‍্যের সঙ্গী লাগেনা..

সে  বড় নির্বান্ধব,
নির্জন ও কঠিন 
শুধু রেগে গেলে--আগুন হয়ে ওঠে

সেই আগুনও বড় একা।


সমগোত্র


বাজারে রোদ্দুরলাগা দুপুরের সব্জি যেন 
দত্তবাড়ির আইবুড়ো পিসি
দুজনের ভবিষ্যৎ -ই ঝাপসা।

তবু কখনও কখনও সব্জিগুলো
কোনো অভাবী ক্রেতার রান্নাঘর 
আলো করার পেয়ে যায় ছাড়পত্র,
স্বল্প তেলমশলার ব‍্যঞ্জনে ছড়িয়ে দেয় সুবাস

সেই  ঘ্রাণ হাওয়ায় ভাসতে ভাসতে 
অজানা ইঙ্গিতে তারাঝরা রাত নামিয়ে আনে
দত্তবাড়ির আইবুড়ো পিসির 
মেঘলা দুপুরের বিছানায়।


চোখের বর্ণমালা


কী সহজেই পড়তে পারো চোখের ভাষা।

দেখতে পাও নদীর ওপর ভেসে থাকা পানসি..
যার জোয়ার ভাটার যাওয়া আসা মুখস্থ
এমনকি আড়চোখেও ঠিক বুঝে নাও 
শিরদাঁড়ার কোথায় অবস্থান করছে নীলটিকটিকি--সজাগ অথবা ঘুমন্ত।

আমি আজও তোমার চোখে শুধু 
নীলাভ নভোমণ্ডলই দেখে যাই
অসময়ের বৃষ্টি ভিজে কাটি অবাধ সাঁতার 
পেড়িয়ে যাই অগুন্তি জীবিত অর্ধমৃত নক্ষত্র 
দেখি দূর্বোধ‍্য কোনো কৃষ্ণগহ্বরের পাশে 
অজানা রাশিতে চলছে অবিরাম উল্কপাত।

এসব কোনোকিছুরই মানে বুঝিনা

শুধু তোমার সামনে চোখ বুঝলে 
শুনতে পাই -
সে কোন এক বেয়ারা বানজারা বাঁশি
একটানা ডেকেই চলেছে...নিঃঝুম দুপুরে।