নিয়াজুল হক
ঢাকনাখোলা কেটলি
----------------------------
ঢাকনাখোলা কেটলিরা প্রায় সবাই বলে
আমরা তোমার মা-বাপ
আমরা তোমার দয়ামায়া
প্রায়ই মুশকিল আসানের গল্প শোনায়
তারপর একদিন পাখি ডেকে উঠল
ততক্ষণে জল বাষ্পীভূত হয়ে আকাশে উঠে গেছে
ঢাকনাখোলা কেটলিরা আগুন নিভিয়ে
নিজেরাই নিজেদের ঢাকনা দিয়ে নেয়
-------------
আহা!দারুণ!
উত্তরমুছুনঅদ্ভুত সুন্দর। আমাদের আশা, শেষ ঠিকানাও এভাবেই পাল্টে যায় কালের নিয়মে, পড়ে থাকে শুধুই শূন্যতা আর বন্ধ ঢাকনার অন্ধকার।
উত্তরমুছুনঢাকনা খোলা কেটলি আর কেউ নয়, আমাদের মধ্যেই তা বিরাজ করছে। আমরা এক সময় উষ্ণ হই, বাষ্প ত্যাগ করি, তারপর আবার ঠান্ডা হই, তার পর ঢাকনা বন্ধ করে ফেলি। মানব চরিত্রের চিরন্তন এই অভিরূপ দর্শনকে কবি প্রতীকায়িত করলেন।
উত্তরমুছুন