দুটি কবিতা : দীপক কর

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




দীপক কর


সময় জানে


আকাশনীল বিছানায় শুয়ে আছে সময়
এ-পাশ ও-পাশ শুধু--চোখে নেই ঘুম
কতো ছবি ভেসে ওঠে স্মৃতির ক্যানভাসে
সময় কি কখনো ঘুমোতে জানে?

নিদ্রাহীন জীবন কীভাবে কাটে?
সময় জানে, শুধু সময়-ই জানে!
--------

ভালোবাসা আজও


ভালোবাসা আজও
আছে পৃথিবীতে
কিছু হৃদ্-নির্যাসে
সুঘ্রাণ তা'র
জেগে থাকে রাত
আশার প্রদীপ জ্বেলে।
----------