গুচ্ছ কবিতা : সোহম চক্রবর্তী

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






জারুলের জন্য কবিতা


সোহম চক্রবর্তী

 

সে যেন এসেছিল                       সে যেন আসে নাই

                আমার রাস্তায় জলের দাগ

হারানো বর্ষাতি                         সাজানো অভিমান

                ইমনে কড়ি মা’র মিথ্যে রাগ

বিরহ একঘেয়ে                        কাহারো পথ চেয়ে

                প্রেমের প্রস্তাব ফেরাও রোজ

কবিতা ভিড় ট্রেন                       ব্যস্ত জংশনে

                লেখার হাত হও আর কারো

সে লেখা মিস্ খেয়ে                    মিচকে ফুটপাত

                পকেটে হাতড়ায় চায়ের দাম

শব্দ খুব ক্লিশে                         ব্যর্থ কার্নিশে

                কান্না খুঁজে নেয় ছদ্মনাম

স্কুলের বন্ধুরা                          কবে যে ছেড়ে গেছে

                কবে যে রেখে গেছে আঘাত খুব

হারানো পেনসিলে               মিথ্যে কাটাকুটি

                তুমিও রেখে যাও, ও মেহবুব

সে যেন এসেছিল                       সে যেন আসে নাই

                আমার রাস্তায় মনের ভুল

তোমার হাত থেকে                     আছড়ে ভাঙা সব

                প্রেমের নাম দিই জারুলফুল


 

ব্যক্তিগত আলোছায়া


 

হয়তো দু’টো

সত্যি কথা

তোকেই আমার

বলার ছিল...

 

হলুদ ফুলের

অযথা সব

কী সংযমী

 রাংতা মুড়ে

 

যা লিখছি তা

ব্যক্তিগত

আলোছায়াই,

 

তুই যদি আজ

কাব্য ভেবে

ভুল করে নিস

 

একটিবারও...



অযথা রূপক ভেবে


যেন কোন্ গোপন সংকেতে উড়ে গেল পাখিদের ছায়া উপোসী শহরে চিঠি পেল কোনো এক উবের-চালকনইলে ফিরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না তার অবশ্য কে না জানেফিরে যাওয়ার আগমুহূর্তে তুমিও ভেঙে 
পড়বে,মেঘতবুও তোমার জন্যে যা হোকএকটা উঠোন রেখে যাইএখন তোমারও মনে হবেঠিক ভেঙে যাওয়ার মুখে আজও কেউ
পেতে দিচ্ছে বুকতোমাকে হৃদয় করে গন্ধবহ মাটি আজও ঠিক পৌঁছে যাচ্ছে শস্যশিকড়েতারপর পাখিরা এসে এইখানে বুনে যাবে গানঘরে ঘরে উপার্জন রেখে যাবে পরবাসী উবের-চালক শহরও উপোস ভেঙে চুমু খাবে শিশুর কপালে তোমার স্মৃতির পায়ে আমিও চারাগাছ – অযথা রূপক ভেবে জুঁইফুল ফুটিয়ে রেখেছি...