কবিতা : সাত্যকি

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





বারান্দায় দাঁড়িয়ে আছি 

সাত্যকি


ফুলের শুভেচ্ছা তোমার হাতের মতো 
আমার হাত ধরতে আপ্রাণ চেষ্টা করছে 
বৃদ্ধ বট দাঁড়িয়ে আছে পরিচিত যাত্রাপথে ছায়াশরীরে 
নদীতে বহমান স্রোত তোমার গল্প বলে যায় 
এখানে কোথাও রাত নেই বনানী 
আয়নার কাঁচের রোদের মতো ঝলমলে
তোমার চুলের থেকে নেমে আসা রঙের মতো
এখানে শুধুই গল্প বহমান সময়ের 

তোমার নামের পাশে এখনও ফাঁকা রাখা আছে ঘর 
একটা চেয়ার রোদে পেতে রেখেছি 
তুমি যে কোনো দিন আসতে পারো 
আমাকে খবর না দিয়ে 

বসার ঘর পরিষ্কার ঝকঝকে করে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি 
লণ্ঠনের মতো এখন শীতের তাপ কমিয়ে দিয়েছে হাওয়া 
এখন গা খোলা গরম নয় 
ঘাসেদের শরীরে নতুন ভাষার পদধ্বনি 
বনানী ফুলেরা তোমার মতো হাত ধরবে বলে এগিয়ে আসছে রোজ 
তুমি যে কোনো দিন আসতে পারো আমাকে না বলেই...