গুচ্ছ কবিতা : রুবি রায়

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




যখন উপসংহার হয় স্ট্র-তে :-

রুবি রায় 

স্তনবটের শান্ত ছায়ায় দুষ্টু দংশন লিখেছিল উপসংহার বিহীন এক প্রেমের উপন্যাস ।
আগলে রাখা ভালোবাসায় হাড়গিলে সন্ধ্যাপ্রদীপ ....
তারা জ্যোৎস্না দেখেনা । মূহুর্তের বুক চিরে লালিগুলাস রঙের পরদা ঝোলে --
উদয় হতে অস্ত |

লোহিত কণিকার দুরাবস্থায় আমার কুরবানি নিমিত্ত কারক হয়ে মিশে গেছে কোনো 
এক আধখাওয়া গলির মোড়ে |
আজও ডালগোনা স্ট্র-তে যোগ হয় High sugar প্রেসক্রিপশন যখন পাচার 
হয়ে যাওয়া সংসার টাং-টিথের হামানদিস্তায় পিশে যায় |

                                           
 নিঃস্বার্থ নিব থেকে যখন কবিতা ঝরে :-

বিরহ কনসিভ করলে পৃথিবীর মেরুদণ্ড ক্ষারযুক্ত হয়ে যায় | 
স্মৃতির পিটুইটারি গ্রন্থি থেকে ফুলস্পিডে বের হয় প্রাপ্তবয়স্ক অভিমান | 
সশস্ত্র আন্দোলনে পাশবালিশ টপকে Post হয় স্বাস্থ্যকেন্দ্রে | 
তাদের হাতে একটা মেমোরি চিপ | 
আমি হাঁসফাঁসিয়ে পশ্চিম দিকের জানলা খুলে দিই |

আমার খোলা নাভিতে চুমু দেয় ছাব্বিশ বছরের পুরোনো অপুষ্টিজনিত জ্যোৎস্না |
          নিকোটিনে ভরা হাওয়া থেকে উড়ে যায় 
           রেশন ধরার ইচ্ছা |

                                              

 একটা ধাপ্পাবাজি কবিতা :-

একটা নির্দেশক বিছানায় যদি প্রশ্নচিহ্ন ঝোলে তবে তাতে ইতিহাসের পতন হয় ।
অথচ কত স্থাপত্য-ভাস্কর্যের আনলক দরজায় খোদাই হয় আশিকের নাম । 

দাওয়াতের চিন্তা থেকে দোদুল্যমান অবস্থা (a+b)^2
প্রোটেক্ট মশারির নীচে তা দেওয়া ভাবনায় অষ্টাদশী সাহস আর মশারি
 তুললেই স্থানীয় মানে বিস্তার হয় রাত..... 
বাইরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেড়ি কুত্তার ডাক থেকে ক্ষরিত হয় --
                                               
                                      ধাপ্পা |