গুচ্ছ কবিতা : সুরজিৎ মণ্ডল

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 



মৈত্রী তোমাকে দেখে
----------------------------

     সুরজিৎ মণ্ডল
    -------------------

সেদিন বিকেলে,
এসপ্ল্যানেড ট্রামডিপোর সামনে তোমাকে দেখলাম
ধুলোমাখা শহরের ভিড় ঠেলে ট্রামে উঠতে।
হাতে গীতবিতান, গানের ক্লাসে যাচ্ছ কি?

পাশের চায়ের দোকানে বসে থাকা আমি
কী এক মুগ্ধতায় উঠে পড়লাম।
আমার কি কোনো গন্তব্য আছে কোথাও?
জবারঙের শাড়ি কী যত্নে আগলে রেখেছে
তোমার শরীর। হাওয়ার স্রোতে বেপরোয়া
চুল সামলাতে সামলাতে কাব্বি করা ঠোঁটে
হাসছ তুমি।
কাঁপছি আমি, শরতের কাশের মতো।
তুমি কি ভাবছিলে কারো কথা?
কার কথা মৈত্রী?

আমার যে ভারী ইচ্ছে করছিল
তোমার যুবতী মেঘের মতো লাবণ্যে
কাব্যের নায়ক হয়ে উঠি, ভিজি, ভিজে যাই...

তোমার জানা হল না মৈত্রী
একটু দূরত্বে, ট্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে
কোনো যুবক সেদিন অপলকে দেখছিল
তোমাকে...
------------

প্রেমহীন সমাজ
---------------------
     
    সুরজিৎ মণ্ডল
    --------------------

তোমরা নিষ্ঠুর স্বার্থপর
তোমাদের সমাজে অমানবিক হৃৎপিণ্ডে
লোপ পায় পবিত্র প্রেম।
তোমরা প্রেম করো না
প্রেমে পড়ো না
প্রেমহীন সমাজ গড়ার চেষ্টা করো।

নিজের মনেই রাজা সেজে
মানুষকে ভাবো প্রজা
রাষ্ট্র বলতে ধর্ম আর হিংসা বোঝো।

প্রেমের বদলে ভেদাভেদ দাঙ্গা
মানুষে মানুষে
এই কি নয় তোমাদের ক্ষমতা
শাসননীতি?
তোমরা কি সত্যি ভাবো
প্রেমময় সমাজের কথা?