কবিতা : আবিরলাল মুখোপাধ্যায়

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




এসব দুর্বল রাতগুলি 

আবিরলাল  মুখোপাধ্যায় (রূপান্তরক) 


এসব দুর্বল রাতগুলি
ভঙ্গুর থাকে মন 
কাঁচে কাটা পা-এ
দগদগে ঘায়ের মত মেজাজ 

ভরে ভরে ওঠে--- নিসঃঙ্গ লাগেজ ইত্যাদি। 
ভোরে উঠে দেখি যত্রতত্র জমেছে
ফোঁটা ফোঁটা শিশির 

মা তবুও চওড়া হাসেন 
হাসতে হাসতে চোখে উঠে আসে 
কাপড়ের 'খুঁট'

খুঁট থেকে খসে যায় স্নেহ 
এইবার বুঝি,
আমার এই যাওয়ার দিনগুলি
এত বৃষ্টিমুখর হয় কেন।
------------------

প্রণাম, ফসল পিতা 

রবিফসল কে সবিশেষ কৃতজ্ঞতা জানাই
সশ্রদ্ধ প্রণাম জানাই ফসল পিতা'কে

ফসল পিতা
মাথায় করে রাখেন হিমেল শিশির 
তীব্র দাবাদহ ও
ফুটিফাটা মাটিদের 

মাঝেমধ্যেই 
হাতের কড়া ফেটে বেড়িয়ে আসে
বটের আঠার মত চটচটে রক্ত 

ফি বছর
ঝড় এসে উড়িয়ে নিয়ে যায় 
ভাঙা কাঠের কাঠামো, পচা খড়ের ছাউনি 

তিনি, তবু 
ফসলকে জল দিতে ভোলেন না! 
দেন খাবার 

ধারবাকি দোকানে আবার এসে দাঁড়ান, মাথানীচু
মাঝরাতে আধপেটা ঘুম ভেঙে যায় 

তারার মত একেকটি রাত গোনেন 
নিঃসঙ্গ ফসল পিতা
বীজ বোনেন। বোনেন স্বপ্ন। 

কবে 'সোনা' বলে কিনে নিয়ে যাবে
তাঁর 'সোনার ফসল'