সম্পাদকীয় : চন্দ্রদীপা সেনশর্মা

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





সম্পাদকীয়
----------------

                     
                     

ফিরে আসতে ইচ্ছে হল তখন, যখন পিছন ফিরে
জীবনের একটি হাটবাজার দেখতে পেল না সে।
কী আশ্চর্য জীবনের কোনো বিকিকিনি তার মনে
পড়ল না। এই 'আশ্চর্য' শব্দটি ভাবতে গিয়ে থমকে
গেল, সামান্য শব্দ, কঠিন বানান না, তবু কেন
'আশ্চর্য' শব্দটির অক্ষরগুলো পরপর মনে করতে
পারল না। সে আঙুল দিয়ে কপাল ঠুকল, হাতমুঠো
করে চার আঙুলের গিঁট দিয়ে সজোরে মাথায়
মারল, তবু। চব্বিশ ঘণ্টা বসে থাকল চোয়াল শক্ত
করে। হ্যাঁ, বারোবছর লেখেনি। তা বলে আশ্চর্য
বানান ভুলে যাবে? অভিধান নিয়ে বসল, কিন্তু
কীভাবে খুঁজবে, অভিধানে আ এর পর কোন
অক্ষর আগে আসবে, চ এর পরে শ, না শ এর পরে
চ! খুঁজতে খুঁজতে 'আশ্চর্য' শব্দটি পেয়েও গেল
অভিধানে! বুকসেলফে বুদ্ধের সামনে দাঁড়িয়ে
ভাবল, 'আত্মদীপ ভব' কথার প্রকৃত অর্থ। সে
উচ্চারণ করল 'শান্তি'!

এভাবে প্রতিনিয়ত শিখতে শিখতে উত্তরণ, লেখা। 
একজন লেখক একজন পাঠকও। সাহিত্যপ্রেমী
তরুণ লেখকরা উত্তীর্ণ হয়ে উঠুন 'আত্মদীপ ভব'
এই শব্দবন্ধে। তাঁদের লেখা তাঁদের শান্তি আনন্দ
ভালোবাসা হয়ে উঠুক।

পাঠক এঁদের পড়ুন, উৎসাহ দিন। আগামীদিনে
সাহিত্যজগতে এঁরা ভাস্বর হয়ে উঠুন। ১৪০০ সাল
ওয়েবজিনের সম্পাদক হিসেবে ভালোবাসার এই
দিনটিতে প্রত্যেককে জানাই ভালোবাসা শুভেচ্ছা
স্নেহাশীর্বাদ।

Happy Valentine's Day...
--------------