কবিতা : সৃজা রায়

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





ভূমিকা..


সৃজা রায়

ঊর্মি! তোমার নভোনীলিমার আনাচে, 
এখনো শত পুরুষের বিবৃতি লেগে আছে।
আমি তোমার একমাত্র পুরুষ কবি!
 ভালোবেসে যাকে 'স্রোত' বলে ডেকেছো,
''স্রোত তুমি বইতে জানো? আকাশ হবে!"
হয়েছি 'আকাশ', তোমার জন্য অষ্টাদশীর পাপড়ি, ছড়িয়েছি বুকে,
তোমার জন্য দৌরাত্ম নিয়ে পৌঁছেছি লক্ষযোজন দূরে।
এক তৃতীয়াংশ বিক্ষোভ তবু বুঝতে দিইনি ভাঙনসূত্র, 
আমার ঊর্মির ভীষণ অসুখে, ঘুমের বড়ি হয়ে যায় ধ্রুবক! 
আমি তখন বদলে ফেলি নিজেকে, এবার আমি 'প্রদীপ' নামে থাকি।
ঊর্মিকে বর্ষ কিনারায় ঝড়ো মাতলায় ভাসতে দেখে, 
প্রাগৈতিহাসিক  কলোনিতে বিড়বিড় করে ওর চরিত্র ভেঙেছি!
এই ব্যপ্তিহীন বৃষ্টি রাত্রি,
 অস্বচ্ছ আমি সন্দিহান ক্যাকটাস জড়িয়ে মরি!