কবিতা : মধুমিতা রায়চৌধুরী মিত্র

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




চাঁদেকথা

মধুমিতা রায়চৌধুরী মিত্র

কি করে বোঝাই কত ব্যাথা আছে?
লোকচক্ষুর আড়াল করে, ----
সকল কান্না নিয়ে জোৎস্না হয়ে ঝড়ে পড়ি!
ভাবলে তুমি, হেসেই আমি বাঁধ ভাঙছি।।
একলা আকাশে নিঃসঙ্গ আমি-----
কবিদের শুধু, কবিতায় পড়ে মনে,,
লেখকরে মন ভরাই গদ্য হয়ে।
ঝলসানো রুটি নাকি আমি গরিবের ঘরে!!
 মামা বলে ডেকে আবার বুড়ি বলো কীসের তরে? 
ঘুমপাড়ানি গল্পে থেকে, শিশুর কপাল ছুঁয়ে রাখি।
সকল পূজার সাক্ষী আমি।
প্রেমের জোয়ারেও ভাসাই আমি।
যখনই আসি আলো করে থাকি।
তবে কীসের কারণে ওরা কলঙ্ক খোঁজে??
অবশেষে যখন মিলিয়ে যাই, অমাবস্যার রাতে,,,
ঠিক বলোতো, "আমার ত্যাগের কথা তখন মনে আসে"?