জারুলের জন্য কবিতা
সোহম চক্রবর্তী
সে যেন এসেছিল সে যেন আসে নাই
আমার রাস্তায় জলের দাগ
হারানো বর্ষাতি
ইমনে কড়ি মা’র মিথ্যে রাগ
বিরহ একঘেয়ে কাহারো পথ চেয়ে
প্রেমের প্রস্তাব ফেরাও রোজ
কবিতা ভিড় ট্রেন ব্যস্ত জংশনে
লেখার হাত হও আর কারো
সে লেখা মিস্ খেয়ে মিচকে ফুটপাত
পকেটে হাতড়ায় চায়ের দাম
শব্দ খুব ক্লিশে ব্যর্থ কার্নিশে
কান্না খুঁজে নেয় ছদ্মনাম
স্কুলের বন্ধুরা
কবে যে রেখে গেছে আঘাত খুব
হারানো পেনসিলে মিথ্যে কাটাকুটি
তুমিও রেখে যাও, ও মেহবুব
সে যেন এসেছিল সে যেন আসে নাই
আমার রাস্তায় মনের ভুল
তোমার হাত থেকে আছড়ে ভাঙা সব
প্রেমের নাম দিই জারুলফুল
ব্যক্তিগত আলোছায়া
হয়তো দু’টো
সত্যি কথা
তোকেই আমার
বলার ছিল...
হলুদ ফুলের
অযথা সব
কী সংযমী
রাংতা মুড়ে
যা লিখছি তা
ব্যক্তিগত
আলোছায়াই,
তুই যদি আজ
কাব্য ভেবে
ভুল করে নিস
একটিবারও...
অযথা রূপক ভেবে
খুব সুন্দর লেখা।শেষের কবিতায় লাইনগুলো কোথাও জুড়ে গিয়ে পড়ার অসুবিধা করছে।কবিকে শুভেচ্ছা।
উত্তরমুছুনSomogro rupak o bektigoto alochaya ongsotay fhute fhute bero6e premikar proti tibro shroddha bodh. Ei shroddha bodh i jeno soham da ke onyo lekhok der theke alada kre, onyonyo kore tole.
উত্তরমুছুনপ্রথম লেখাটায় বেশ দক্ষতা ধরা গেল
উত্তরমুছুন