অণুকবিতা : কৃষ্ণ রায়

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




ভালোবাসা

কৃষ্ণ রায় 

একজন পাগলীর সঙ্গে আমার আলাপ 
তাঁকে ভালোবাসা যায় বহুক্ষণ।

একজনের ঘুমন্ত নিঃশ্বাসে যে স্নিগ্ধতা
ততখানি বিষ জেগে থাকলে।

একটা নদীর সাথে আমার বন্ধুত্ব 
সে আমাকে ছেড়ে চলে যায় অথচ।

যে ভোরের ফুলে প্রজাপতি বসেনি এখনও 
সূর্যের ঢেউ ফিকে সেখানে।

পূর্ণিমার আলোর অপেক্ষায় মাঠের ইঁদুর 
বসবাস স্থগিত রাখে না।

ছুটতে ছুটতে একটা গলিপথ 
অবশেষে, বাঁচার গন্ধ পাওয়া।

বারবার মেঘের দিকে তাকালে 
মিশে যায় ঘুমের শরীর- কষ্ট পায়।