গুচ্ছ কবিতা : অমর্ত্য বিশ্বাস

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





অমর্ত্য বিশ্বাস


গিরগিটিদের মাঝে
____________________

ফিরতে চাই না 
আর

জোয়ারে ভেসেছি বহুদিন ।

মাঝি হারিয়ে নৌকা
বেঁধেছি তটে ,

কোলাহল থেকে বহুদূরে আজ
ঘন অরণ্যে খুঁজেছি
শহুরে প্রাণ

এখানেও দেখি গিরগিটি
আছে বহু...



চাকার গতিতে
__________________

আমার শরীরে আঘাতের ছাপ
স্রোতহীন নদীর মত নাব্যতা হারায় ,
ভাঙা সাইকেল তবু হাঁপাই না

দু-চাকায় লড়তে লড়তে পেরিয়ে যায় সভ্যতা 
অনন্ত পথ ধরে নাবিকের খোঁজে
ভাঙা সাইকেল তবু হাঁপাই না

শহরের ধার ঘেঁষে নুয়ে পড়া গাছেদের দেহে 
প্রাণের জোয়ার আসে গোপনে ,
ভাঙা সাইকেল তবু হাঁপাই না

আনমনে বসে থাকা মাছরাঙাটির গায়ে
থুতু ফেলা চাঁদের আলোয় দেখি
আলেয়ার ছোপ পড়ে

ভাঙা সাইকেল তবু হাঁপাই না...



চাকরিজীবী
___________________

একটা চাকরি হবে দাদা ?
রোববার ছুটি শনিবার হাফ বেলা ,

দুপুর কাটবে কেরাম ঘরে
সন্ধ্যা ছটায় চায়ের ঠেক ,
সুযোগ পেলেই চম্পা বালার সরু ফিতের
দায়িত্ববোধ...

ওটাই আমার পেশা হবে ।

রোজ সকালের ট্রেন বগিতে
গায়ের চামড়া শক্ত করে তাস পেটাবো ।
আর মাইনে পেলেই ফিক্স ডিপোজিট

কাজকর্ম হোক বা না হোক
ঘুষের টাকায় পেট চালাবো ,
বাপের দেওয়া পাঁচ লাখটা এই ভাবেই
তুলব বরং

একটা চাকরি হবে দাদা ?
প্রাইমারি বা হাইস্কুল