কবিতা : সৌরেন্দু দত্তচৌধুরী

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 



তুমি রয়ে যাও

সৌরেন্দু দত্তচৌধুরী 


শীতের একটু মিষ্টি রোদ্দুরের মত
শাখাপ্রশাখার আড়াল আবডালের মত
হলদে পাতার মাঝে একটি সবুজ কুঁড়ির মত
তুমি রয়ে যাও l

তুমি রয়ে যাও
স্মৃতি বিস্মৃতির অতলে
হাজার কথার মাঝে
একটু নীরবতা হয়ে l

তোমাকে খুঁজেছি আমি
হেমন্তের প্রথম শিশিরবিন্দুতে
তোমাকে খুঁজেছি আমি
ব্যস্ত চৌরঙ্গীর মানুষের মিছিলে

তোমার  আকাশ তোমার বাতাস
কোন এক একলা গঙ্গার ঘাটে
ঘনঘোর বর্ষার মত
তোমার চুল নেমে আসে

তুমি রয়ে যাও
গভীর ঘুমে নিঃশ্বাসে প্রশ্বাসে....