গুচ্ছ কবিতা : মারুফ আহমেদ নয়ন

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




মারুফ আহমেদ নয়ন


কতোটা পোড়ালে তুমিঃ

আমাকে কতোটা পোড়ালে তুমি, জানে ডানা ঝাপটানো পাখি, 
পাখা পোড়ানো পতঙ্গ, পুড়ে যাওয়া ফুল-ফসল- শস্যের দানা। 
জানে বনপথ, মরে যাওয়া ঘাসের ডগা, জানে আগুন, হাওয়া। 
জানে নোঙ্গরহীন কাঠের নৌকা, তবুও যদি জিজ্ঞাসা করো, 
কোথায় কি গভীর ক্ষত চিহ্ন, তোমাকে দেখাবো, 
এইখানে এইখানে পচে গেছে, এইখানে ক্ষয়ে গেছে।


ভ্রমণঃ

তোমার শরীরেও ভ্রমণের সাধ জাগে, যেহেতু বহুকাল ধরে ভ্রমণ নেই। 
আমার ভ্রমণ পিপাসু মন, ভ্রমণের পিপাসা বাড়ায়। 
তোমার কোমরের নগ্ন ভাঁজ, আমাকে সবুজ অরণ্য থেকে 
আরও দূরের সবুজ অরণ্যের দিকে টেনে নিয়ে যায়।
 তারপর আমিও ডুবে যাই, বিমুগ্ধ সৌন্দর্যময়তায়, 
তোমার শরীরের অজস্র নক্ষত্রপুঞ্জের ভেতর। 



বুকের কপাট খুলে দাওঃ

বুকের কপাট খুলে দাও, হাওয়া লাগুক, বুক ভরে শ্বাস নাও। 
কতোকাল বুকের ভেতর পুষবে এতো অহংকার। 
জানি, ঘৃণা করবার অধিকার আছে তোমার, আছে ফিরিয়ে দেবার অধিকার। 
তাই বলে দেবো না অভিশাপ, বুকের ভেতর পাহাড় সমান দুঃখ নিয়ে 
তোমাকে দিয়ে যাবো, উর্বরা পলি।





আসুন পড়ি