গুচ্ছ কবিতা : রাজীব মৌলিক

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 


 


তুমি 

রাজীব মৌলিক  


বিবাহবাসরেও তোমার চোখে কাজল নেই
পরনে লাল শাড়ি নেই 
তুমি কাঁদতে ভুলে গেছো

অথচ রাস্তা জুড়ে বিছানো তোমার চোখ
লগ্ন পেরিয়ে যায় যায়
তবু বরের খোঁজ নেই

দেড় ঘন্টা পর জানা গেলো তার এক্সিডেন্ট হয়েছে
দু'টো পা পুরোপুরি ভেঙে গেছে
মেরুদণ্ডে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই

এখন তুমি মনে মনে ভাবছ
বেকার যুবকটির কথা
যার মেরুদণ্ড না থাকলেও

অন্তত জড়িয়ে ধরার মতো দুটি হাত আছে


ঢেউ  

জীবন বিকিয়ে কিছুই লিখিনি

তোমরা চোখ খুঁড়ে জল বের করেছ
তোমরা বুক ফুঁড়ে শেকড় বের করেছ
সেসবও লিখিনি

লিখিনি যে নৌকায় বহর নেই
মাঝি নেই
তবু গঙ্গায় একাকী ভেসে যাচ্ছে

শুধু লিখতে চেয়েছি সেইসব ঢেউয়ের কথা
যারা কূলে আছড়ে পড়ার আগেই হারিয়ে গেছে ঢেউয়ে