কবিতা - শুভ্রনীল চক্রবর্তী

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





তুইকথা

শুভ্রনীল চক্রবর্তী

কবে যেন আসবি বলেছিলি আমার পুরনো চিঠি ফেরত দিতে
কবে যেন শেষ শুনেছিলাম তোর মুখে ফিরে চলার গান ?
ঠিক কবে বলতো সকালের আগে হলো সন্ধে নামার ঢল
সেদিনি কি তুই পেয়েছিলি বইয়ের ফাঁকে শুকনো গোলাপটায় আমার ঘ্রাণ ?

আমি জানি তুই এখনো ভাবিস আমার কথা
শেষ মেট্রোর কামরায় বসে ,
আমি জানি তুই এখনো খুঁজিস আমার উষ্ণতা অন্য কারোর বুকের মাঝে ;
হটাৎ দেওয়া কোনো শর্ত ভুলে চলে আয় আমার ফুটপাথে
আমরা আবার কুড়োব প্রেম একসাথে ,
তোর হাত আমার গালে মেখে ||