■ প্রপঞ্চ ধারাপাত
অর্ঘ্য দে
জল ছুঁই-ছুঁই সাঁকো –
দোদুল্যমান,
পেরিয়ে আমাদের অভিসার
মেঘের ছায়া পুণ্যতোয়া
তোমার আঁচলে,
ঢেকে দেয় মেঘেদের পৌরুষ
ঝিরিঝিরি ভিজে হাওয়া
শ্রাবণগন্ধা ―
লুকোচুরি; প্রাচীন দেউল
দেউটির শিখার মতো কম্পনরত
চুম্বনস্পৃহা; অন্তর্লীন
ধারাপাতের নিয়ত আমন্ত্রণ
ঋত মুহূর্তে ডুবে গেছে সূর্য
আগলহীন অন্ধকারে
জোনাকিদের নক্ষত্র হয়ে ওঠার
বিপুল সম্ভাবনায়
শরীরে-শরীরে ছড়িয়ে পড়ল আলো
বাংলা সাহিত্যের বিশাল আঙিনা জুড়ে রয়েছে হাজারো কবির আনাগোনা, তারই মাঝে ইনি এক অন্য ধারার কবি, বার বার সমৃদ্ধ হই।
উত্তরমুছুন- সুমন ঘোষ,কবি,লেখক,প্রাবন্ধিক,গল্পকার এবং সাংবাদিক।
ভালোলাগা জানালাম। আমার কবিতার এমন মগ্ন পাঠক সত্যিই বিরল, এভাবে কেউ আমার কবিতাকে আলোকপাত করেননি। ধন্যবাদ ও ভালোলাগা জানালাম।
মুছুন