গুচ্ছ কবিতা : গৌতম হাজরা

 





গৌতম হাজরা

কেউ কেউ ছিল

কেউ কেউ আমাদের ছিল
জলস্থল, নীলিমা বিদীর্ণ ধ্বংসের পথে
কেউ কেউ আমাদের ছিল
ছায়া হীন, নিষ্ফলা নিষ্প্রত্র রাতে
কেউ কেউ আমাদের ছিল
যূথবদ্ধ, অঙ্গীকার সমষ্টি দুহাতে
কেউ কেউ আমাদের ছিল
যাপনে, সঙ্গোপনে বিজয়ের রথে। 

কেউ কেউ ছিল বলে আজও
শরীরের ধমনী আর শিরাতন্তুগুলো
চনমন করে ওঠে রক্তস্রোত
কারা যেন কালের প্রবাহকে ছুঁলো  ! 

ভ্রমণ

উপত্যকা থেকে নেমে আসছে হলুদ রঙের ঘাস
অলৌকিক শব্দ থেকে ধ্বনি
আলোর মুহূর্ত থেকে অন্ধকার, ফের আলো
যেন চারিদিক ভরে আছে যাদুলন্ঠনে। 

এসব দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছি পথ
দেখছি বাতাসের ডানায় ভেসে যাচ্ছে মেঘ
বাঁকের পর বাঁক পেরিয়ে আমরা কোথায় চলেছি? 
কেঁপে উঠছে উপত্যকা, দুচোখে আনন্দ নিকেতন 

শুনতে পাচ্ছি  ঝরনার গান, পাইন শিরীষ
আর বিস্ফার দুচোখে বিস্ময়, বুকের স্পন্দন  !