কবিতা : দীপঙ্কর সরকার

 



অধিবাস পর্ব   

দীপঙ্কর সরকার


                        ১
প্রতিটি অক্ষর শেষে ছুঁয়ে থাকি হাত
মাটি ও মানুষ প্রশ্নে রাত্রি অধিবাস ।
কে কাকে যোগায় অন্ন কে কার অন্নদাস
ক্ষুধাতুর এই দেশে কে কবে চেয়েছে স্বরাজ !
                          ২
বহুমুখী প্রতিভায় কেটে গেছে বিনিদ্র রাত
কে কার রেখেছে খবর কুশল সংবাদ --
প্রতিবাদী চেতনায় ঝরে গেছে কত ফুল
আত্মহননের আগেই দুচোখে নেমেছে সন্ত্রাস ।
                               ৩
কোথাও হয়নি যাওয়া মারি ও মড়ক ছেড়ে অন্য
লোকালয় , এখানেই রয়ে গেছি মৃত্যু পরবাস ।
শোক দুঃখ তাপ আর সোহাগ সম্ভোগ মেখে
নরকের প্রায় , কাটিয়ে দিয়েছি সব লাজ ।
                             ৪
এই নদী এই নদ জীবনের বহু খাদ পেরিয়ে
এসেছি যা ছিল সব নগর প্রান্তর  , যা আছে
পাহাড়-পর্বত , ডিঙিয়ে একে একে  মাটি ও
মানুষ প্রশ্নে করে গেছি রাত্রি অধিবাস ।