কবিতা : অর্ঘ্য দে

 




প্রপঞ্চ ধারাপাত     
 
   অর্ঘ্য দে


জল ছুঁই-ছুঁই সাঁকো –
                        দোদুল্যমান, 
পেরিয়ে আমাদের অভিসার
মেঘের ছায়া পুণ্যতোয়া
                  তোমার আঁচলে,  
ঢেকে দেয় মেঘেদের পৌরুষ 

ঝিরিঝিরি ভিজে হাওয়া
                     শ্রাবণগন্ধা ― 
লুকোচুরি; প্রাচীন দেউল 
দেউটির শিখার মতো কম্পনরত
                  চুম্বনস্পৃহা; অন্তর্লীন 
ধারাপাতের নিয়ত আমন্ত্রণ 

ঋত মুহূর্তে ডুবে গেছে সূর্য
আগলহীন অন্ধকারে 
জোনাকিদের নক্ষত্র হয়ে ওঠার
                     বিপুল সম্ভাবনায় 
শরীরে-শরীরে ছড়িয়ে পড়ল আলো