কবিতা : তুলসীদাস ভট্টাচার্য

 




ধূসর চাতক 

তুলসীদাস ভট্টাচার্য 


তোমার জন্যই আজ নিরক্ষর যৌবন
সুরহীন দোতারা 

নির্বাক দেবতা 
শরবিদ্ধ কৈশোর

ভূমিহীন ভূখণ্ড ভূমিকাবিহীন

দ্বীপরাষ্ট্রে আমলকি অন্ধকার 
শ্যাওলাপড়া বাকলে
জমা রাখে কালো মেঘ ধূসর চাতক

নক্ষত্রের ছায়ায় আদিম ডানায় 
কয়েকফোঁটা হিরণ্যজল।