কবিতা : মৃণালেন্দু দাশ

 




বিমূর্ত প্রজ্ঞায়


মৃণালেন্দু  দাশ



বৃষ্টি  হচ্ছে প্রবল ৷ আর মুষলপর্ব  দ্বারকায়
তুমি  দাঁড়িয়ে  দেখছো ৷ নির্বিকার ৷ স্থির  চিত্তে  ঝড়  —
সীমাবদ্ধ  বুকের  পাঁজর  অব্দি ৷ দম  বেরোবার
ফুরসৎ  পর্যন্ত  দেখা  যায় না ৷ ভবিতব্য  এই

দূরে  অধোগতি  চাঁদ , তাকে  গ্রাস  করছে  গ্রহণ

সময়ের  বুকে  তির লক্ষ্যে  স্থির  ব্যাধ
কাঁহাতক কণ্টকে কাটানো  যায়  দিন
নিরন্ন  দিনগুলি  জন্ম  দিচ্ছে  এক-একটি  ক্রোধ

প্রভাসে ভেসে আসে পোড়া কাঠ ও অর্ধদগ্ধ দেহ
চারদিকে  করুণ  এস্রাজ  যন্ত্রণার সূঁচে আশ্চর্য নির্মাণ
বোধির ভিতরে প্রেম , মহাপ্রেম ! তুমি পাল্টে ফেললে নিজেকে
বিমূর্ত প্রজ্ঞায়  অদ্ভুত তোমার  দারুব্রক্ষ্ম রূপ !