গুচ্ছ কবিতা : শ্রীময়ী চক্রবর্ত্তী

 



শ্রীময়ী চক্রবর্ত্তী
---------------------

আততায়ী

--------------

আমার মৃত্যুবহনকারী দুটো হাত
জানতেই পারছে না
অজান্তেই দুটো চোখ কি নিষ্ঠুর দৃষ্টি দিয়ে
ক্রমাগত মেপে চলেছে তাকেও
--------

স্বর্গীয়
---------

এক ফালি কুমড়োর মতো
চাঁদের এক কণা
আমার উঠোনে পড়তেই
মন যেন জ্যোৎস্নাতে ভরে গেল
----------

ইঁদুর দৌড়
---------------

ইঁদুড় দৌড়ে
দৌড়ই একমাত্র যোগ্যতার মাপকাঠি
বাকিটা বাহুল্য
----------

খেলা
--------

কাটাকুটি খেলতে খেলতে
আর ভুল করতে করতে
জীবনের পাতা যায় ছিঁড়ে
লুডোর ঘরে পাকা গুটি যায় কেঁচে
সাপের মুখে পড়তে পড়তে
একশোর ঘর অধরাই থেকে যায়
দড়ি টানাটানি চলতেই থাকে
আর আমি
দূরে দাঁড়িয়ে নির্বাক দর্শকের মতো
নিজেই নিজেকে দেখতে থাকি
------------