কবিতা : রাজেশ্বর গোপাল

 





"পদাধিকার"

রাজেশ্বর গোপাল


প্রতিশ্রুতির মুখে হোঁচট খেলে বিশ্বাস 
প্রতারণার দায় চাপে সন্দেহের মাথায়! 
এ কোন হাওয়াবদল? 
প্রকোষ্ঠ চুঁইয়ে পড়ে, 
অপবাদ অপকষ্ট থেকে হাত বাড়ায় পদাধিকার 

 এটা যদি বিস্ময়ের বিস্ময় হয় 
তবে সত্যটা কি 
                     তুমি কি ম্যাজিকওয়ালা? 

নীরবতা খান খান ভাঙলে ভঙ্গুর প্রলাপ 
সেটা নিশ্চয়ই কুঠার আঘাতের দাগ। 
বুক চিতিয়ে ফাটল দেখাও 
দেখে নাও শত পদচিহ্ন কান্নার 
                                কিংবা অশ্রুদের পদাঘাত

আমি নিশ্চিত আমি কোন যাদুকরী নই;
তোমার কি আছে 
                    ত্রিজগৎ ধারণ করার ক্ষমতা?