কবিতা : বর্ণালি বিশী

 



হিংসা
--------

বর্ণালি বিশী
----------------


শীতকাল,  বর্ষাকাল  কিংবা যে কোন ঋতুর-ই কুয়াশা
ঢেকে রাখে
সবুজের স্নিগ্ধতা,
এগিয়ে চলার আলোর  সরল গতিপথ -
পথভোলা পথিকের টালমাটাল
দুটি পায়ের ঘুরপাক  অন্ধকার ব্যাসার্ধেই অবিরাম  ...
অষ্টেপৃষ্ঠে  ক্রমশ জড়িয়ে ধরে   
অবিশ্বাস,  সন্দেহর ছায়া-
বদ্ধ ডোবার  কোলাহলে অভ্যস্ত ব্যাঙেরা
শুনতে কি পায় রামধনুর সুরেলা ধ্বনি!
হিংসার  অন্ধকারে  ডুবে থাকা   চোখ
সোনালি রোদ্দুরকে -ও মনে করে
মুখোশের হাতছানি!